দ্বিমুখী রুদ্রাক্ষঃ
এই রুদ্রাক্ষ ধারণে মনের একাগ্রতা ও বিবাহিত জীবনে শান্তি এনে দেয়। অজ্ঞাতসারে গোহত্যাজনিত পাপের স্খালন হয়। ঘনঘন তৃষ্ণা, অল্প পরিশ্রমে ক্লান্ত, বাত, শ্লেষ্মা, প্রতিষ্ঠালাভে বাধা, ক্ষয় রোগ, পক্ষাঘাত, যকৃৎ পীড়া, চঞ্চলতা, অস্থিরতা, শ্বেতপ্রদর রোগ, ঘন ঘন সর্দি কাশি, পুরাতন বা বংশগত রোগ, কর্মস্থানে উন্নতিতে বাধা, স্থায়ী কর্মলাভে বাধা, অপবাদ, ফুসফুসের রোগ, অন্ত্র বৃদ্ধি, মুত্রাশয়ের রোগ, সর্বদা মানসিক অশান্তি প্রভৃতির থেকে রক্ষা পাওয়া যায়। কুলকুন্ডলিনী শক্তি সম্পর্কে চেতনার সঞ্চার করে। দক্ষিণ বাহুতে কিংবা কন্ঠে এই রুদ্রাক্ষ ধারণ করলে ত্রিজন্ম সঞ্চিত পাপরাশি দূরীভূত হয়। রাশিচক্রে কেতুগ্রহ নীচস্থ, পাপপীড়িত বা যে কোনো ভাবে অশুভ হলে এই গ্রহের শান্তির নিমিত্ত উপরোক্ত রুদ্রাক্ষ যথাবিধ সংস্কার পূর্বক ধারণ করলে কেতু গ্রহের সমস্ত কূফল নষ্ট হয়। Continue Reading…