দ্বাদশমুখী রুদ্রাক্ষঃ
এর নাম ‘অর্ক’ বা ‘আদিত্য’। এই রুদ্রাক্ষ ধারণে ধনবিত্ত সম্পন্ন হয়, কর্মে দক্ষতা লাভ হয়, জাতক সুকণ্ঠ , সুগায়ক, ধার্মিক ও বহুপ্রকার যানবাহনের অধিকারী হয়। শরীরে নানা প্রকারের রোগের হাত থেকে মুক্ত হওয়া যায়। এই রুদ্রাক্ষ রবির অশুভ প্রভাবকে প্রশমিত করে। রবি জন্মচক্রে তুলায় অথবা মকর ও কুম্ভে অবস্থিত হলে অথবা লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশে অবস্থান করলে ও অবস্থিত হয়ে অশুভদশা প্রাপ্ত হয়ে তখন এই রুদ্রাক্ষ ধারণ করলে সকল কুফল নষ্ট হয়। ব্যবসায়িক মন্দা বা অসাফল্য নিবারণ করে। যথাবিধ শোধনপূর্বক রুদ্রাক্ষটি ধারণ করলে উল্লেখিত সমস্ত অশুভ ফল বিনষ্ট হয়। Continue Reading…