অষ্টমুখী রুদ্রাক্ষঃ
এই রুদ্রাক্ষের দুটি নাম ‘বিনায়ক’ ও ‘বটুকভৈরব’। এই রুদ্রাক্ষ ধারণে হঠাৎ আঘাত পাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। কর্মচারী দ্বারা ক্ষতি, কাজে দক্ষতা লাভের অভাব, অত্যন্ত রাগজনিত অশুভ, ধন ও বিত্তহানি, ব্যবসায় লোকসান, পিতার সহিত মনোমালিন্য, মিথ্যা অপবাদ, সঞ্চিত অর্থের ক্ষতি, পত্নীহানি, পত্নী বিচ্ছেদ, কৈশোরে অপবাদ, বাল্যকালে বিদ্যাহানি, আত্মীয় বিচ্ছেদ, নিঃসঙ্গতা, সব সময় নিরাশা, সন্ন্যাস রোগ, হৃদকম্পন, শ্বাসকষ্ট, সন্ধিবাত, অতিসার রোগ, অনিদ্রা, আঘাতের দ্বারা মৃত্যু, রাজদন্ড, বহু প্রকার শোক থেকে মুক্ত করে। দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। রাশিচক্রে শনি ও রাহু অশুভ থাকলে উপরোক্ত রুদ্রাক্ষ যথাবিধ সংস্কারপূর্বক ধারণ করলে সমস্ত অশুভ প্রভাব দূরীভূত হয়। Continue Reading…